ফ্রিল্যান্সারদের জন্য অনলাইন সেবাকেন্দ্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

দেশে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশায় অনেকেই যুক্ত আছেন। অনেক সময় তাঁদের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন পড়ে। কিন্তু তাঁদের জন্য কোনো প্রচলিত সেবাকেন্দ্র নেই। এ সমস্যা সমাধান করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা ‘শিখবে সবাই’ চালু করেছে অনলাইন সেবাকেন্দ্র।

শিখবে সবাইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিল্যান্সিংয়ে আসার পর নানা সমস্যায় পড়তে হয়। অনেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও সমস্যায় পড়লে সাহায্য পান না। প্রশিক্ষণ-পরবর্তী সময়ে কাজের সুবিধার্থে এখন অনলাইনে সহযোগিতা দিতে উদ্যোগ নিয়েছে শিখবে সবাই। ফ্রিল্যান্সারদের জন্য ২৪ ঘণ্টা বিনা মূল্যের এ অনলাইন সেবা চালু থাকবে।

‘শিখবে সবাই’-এর প্রধান নির্বাহী শাকিল মাহমুদ বলেন, অনেক ফ্রিল্যান্সার আছেন, যাঁরা নানা সমস্যায় পড়ে কাজ করতে পারেন না। একটু তথ্য ও সহযোগিতা তাঁদের কাজ শেষ করতে সাহায্য করতে পারে। দক্ষ ফ্রিল্যান্সারদের মাধ্যমে সেবা দেওয়া হবে। কোনো কাজ বুঝতে না পারলে অথবা ঠিকমতো ক্লায়েন্টকে উপস্থাপন না করতে পারলে এই সহযোগিতা চাওয়া যাবে। নতুনরা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন। সাপোর্ট সেন্টারের ঠিকানা : http://support.shikhbeshobai.com

Facebook Comments
error: Content is protected !!