চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ কি?
চোখ হলো আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ । তাই সেই চোখের যত্ন নেওয়া আমাদের একান্ত দরকার।
কখনো আমাদের নিজেদের অজান্তে আবার কখনো বা কিছু অভ্যাসের কারণে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি কমিয়ে ফেলছি আমরা।
বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইলেক্ট্রোনিক গ্যাজেট নিয়ে দিনের বেশির ভাগ সময় কাটিয়ে দেন। যেটি চোখের জ্যোতি কমার অন্যতম কারন। বিশেষ করে রাতে আলো নিভিয়ে চোখের কাছে মোবাইল রেখে ঘন্টার পর ঘন্টা তাতে সিনেমা দেখা বা ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করার ফলে কেড়ে নিচ্ছে চোখের দৃষ্টি।
ধূমপানের অভ্যাস, কেবল হার্ট জন্য ক্ষতিকর নয়, এটি চোখের জন্যও ক্ষতিকর। সিগারেটের ধোয়া ক্যাটারাক্ট তো বটেই, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশানকেও (রেটিনার অসুখ) বাড়িয়ে দেয় । দৃষ্টিশক্তি কম হওয়ার অন্যতম কারণ হিসাবে এই ধূমপানকেই চিহ্নিত করেছেন চিকিৎসকরা।
মানুষের দৃষ্টিশক্তি কমে যাওয়ার আছে নানা কারণ। ছানিপড়া, গ্লুকোমা, নানা ধরনের প্রদাহ, ডায়াবেটিস, বয়সজনিত- এমন নানা কারণে কমে যেতে পারে দৃষ্টিশক্তি। তবে দৃষ্টিশক্তি কমে যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে কালক্ষেপণও ঠিক নয়।