ভিন্নস্বাদের কোরিয়ান গার্লিক-চিলি প্রন!

লেখক:
প্রকাশ: ৪ years ago

সংগৃহীত

শীতের পার্টি থেকে শুরু করে সন্ধ্যার স্ন্যাক্স, সব আসরেই বাজিমাত করবে এর অনবদ্য স্বাদ!

উপকরণ 

চিংড়ি বা প্রন- ১৬০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২০ গ্রাম

রসুন কুচি- ২০ গ্রাম

আদা কুচি- ১৫ গ্রাম

শুকনো মরিচ বাটা- ১০ গ্রাম

টোব্যাস্কো সস- ১০০ গ্রাম

পাতিলেবুর রস- ১০ মিলি

সয়াবিন তেল- ৩ টেবিল চামচ

লবণ- স্বাদমত

গোলমরিচ গুড়ো- ৫ গ্রাম

কর্নস্টার্চ- ৩০ গ্রাম

ফিশ সস- ১০ মিলি

প্রণালী 

চিংড়িগুলো ধুয়ে স্বাদমত লবণ, গোলমরিচ গুড়ো, পাতিলেবুর রস ও অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করে রাখুন। ঘণ্টাখানেক পর কর্নস্টার্চে মাখিয়ে ডুবো তেলে সোনালি হওয়া অবধি ভেজে নিন। প্যানে অল্প তেলে পেঁয়াজ, আদা ও রসুনকুচি দিয়ে নাড়াচাড়া করে একেএকে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। সব উপকরণ ভালভাবে মিশে গেলে ভাজা চিংড়ি দিয়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। স্যালাড ও পাতিলেবুর স্লাইসের সঙ্গে পরিবেশন করুন।

একঘেয়ে চিংড়ির মালাইকারি ছেড়ে খেয়ে দেখুন এই কোরিয়ান ডিশ! শীতের পার্টি থেকে শুরু করে সন্ধ্যার স্ন্যাক্স, সব আসরেই বাজিমাত করবে এর অনবদ্য স্বাদ!

Facebook Comments
error: Content is protected !!