যে কারণে বন্ধ হলো সারাহা

লেখক:
প্রকাশ: ৭ years ago

সারাহা’র কথা মনে আছে হয়তো অনেকেরই। এই তো সেদিন নিজের পরিচয় গোপন করে যার মাধ্যমে মেসেজ পাঠিয়েছিলেন অন্যকে। প্রকাশের খবু কম সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল অ্যাপটি।

ভাইরাল হওয়া সেই সারাহ অ্যাপটি এবার সরিয়ে ফেলা হলো গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে।

গত বছর জুলাইতে প্রকাশিত হয় সারাহা অ্যাপ। খুব কম সময়ের মধ্যেই বিশ্বে দারুণ জনপ্রিয় হয়ে উঠে সারাহা। আরবিতে সারাহা শব্দের অর্থ আন্তরিকতা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা পরিচয় গোপন করে অন্যকে নানা মেসেজ পাঠাতেন। কিন্তু কী এমন হল, যার জন্য অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হল অ্যাপটি?

জিনিউজ বলছে, অস্ট্রেলিয়ার নাগরিক ক্যাটরিনা কলিনস অভিযোগ দায়ের করেছিলেন এই অ্যাপের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তিনি এবং তাঁর মেয়ে সারাহা অ্যাপের কাণ্ডকারখানা নিয়ে বেশ ভয়েই ছিলেন। কারণ তাঁর মেয়ে এই অ্যাপের মাধ্যমে নানা ধরনের অশ্লীল মেসেজ পেতেন।

অ্যাপের এই ধরনের অপব্যবহার নিয়ে অভিযোগ করেন ক্যাটরিনা কলিনস। পরে বিষয়টি খতিয়ে দেখে গুগল এবং অ্যাপল কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই অ্যাপটি স্টোর থেকে সরিয়ে ফেলা হয়।

Facebook Comments
error: Content is protected !!