২০২১ সালের সরকারি ছুটির তালিকা-পিডিএফ ডাউনলোড

লেখক:
প্রকাশ: ৪ years ago

২০২১ সালের সরকারি ছূটির তালিকা: মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে দেশের সরকারি, আধা-সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্ব শাসিত ও আধা-স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহের ২০২১ সালের সরকারি ছূটির তালিকা প্রকাশ করেছে জনপ্রসাশন মন্ত্রণালয়; ০৪ নভেম্বর ২০২০ তারিখে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ সচিব কাজী মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের ২০২১ সালের ছুটি তালিকা অনুযায়ী দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

২০২১ সালের ছুটি তালিকা রয়েছে-

  • (ক) সাধারণ ছুটি রাখা হয়েছে ১৪ দিন;
  • (খ) নির্বাহীর আদেশে ছুটি রাখা হয়েছে ০৮ দিন;
  • (গ) মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি ০৫ দিন;
  • (ঘ) হিন্দুদের জন্য ঐচ্ছিক ছুটি ০৮ দিন;
  • (ঙ) খ্রিষ্টানদের জন্য ঐচ্ছিক ছুটি ০৮ দিন;
  • (চ) বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি ০৫ দিন;
  • (ছ) পার্বত্য চট্টগ্রাম এলাকার বাহিরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্টিদের জন্য ঐচ্ছিক ছুটি ০২ দিন;

২০২১ সালের সরকারি ছুটির তালিকা পিডিএফ ডাউনলোড করুন

 

Facebook Comments
error: Content is protected !!