যাদের ছাদ বা বারান্দায় ফল বা সবজি বাগান আছে তারা সবাই পাখির আক্রমন এর কথা জানেন। দেখা যায় ফল ২-৩ ইঞ্চি না হতেই কাক বা চড়ুই পাখি এসে ঠোকর দিয়ে যায় বা ফলটি নষ্ট করে ফেলে।
এই সমস্যা থেকে বাঁচার একটি সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি হলো ফলের ব্যাগিং।
ব্যাগিং মুলত ব্যাগ দিয়ে ফল ঢেকে দেয়ার পদ্ধতি। এতে পাখি নষ্ট করতে পারে না ফল। কেননা ফল থাকে ব্যাগের ভেতর।
এজন্য আপনার প্রয়োজন হবে শুধু পলিথিন ব্যাগ এর। পলিথিন এর নিচের দিকে ছিদ্র করে দিন। যেন পানি জমা না হয়। এবার পলিথিনটি সাবধানে আপনার ফল ঢেকে বেধে দিন। প্রয়োজনে সুতলী ব্যবহার করতে পারেন।
ব্যাস এবার পাখির হাত থেকে নিশ্চিন্ত আপনার প্রিয় গাছের ফলটি।