ব্যবসার জন্য একজন উদ্যোক্তা পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে পারবেন। কোম্পানি তৈরি করে প্রথমেই কোম্পানির রেজিষ্ট্রেশন করতে হবে। কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান নিবন্ধনের প্রথম ধাপ হল কোম্পানি নিবন্ধন। যে প্রতিষ্ঠানের নিবন্ধন করতে হবে সেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত নামে পূর্বে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে কিনা তা খুঁজে দেখাই এর উদ্দেশ্য, যাতে একই নামে একাধিক প্রতিষ্ঠানের নিবন্ধন না হয়। নামের ছাড়পত্র হলো প্রতিষ্ঠান নিবন্ধনের একটি অপরিহার্য ডকুমেন্ট। রেজিষ্ট্রেশনের পর সেই কোম্পানির নামে বৈধভাবে ব্যবসা পরিচালনা করা যাবে।
সেবার পরিধি: সরকারি সেবা।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অফিস অব দি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। নামের ছাড়পত্রটি ১৮০দিন পর্যন্ত বহাল থাকে। এর মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। অন্যথায় নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যাবে।
প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদনের উপায়: রেজিস্টার অব জয়েন্ট ষ্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর অফিসে বা এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বা নিচের দেয়া লিংক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন। যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করে ছাড়পত্রের জন্য আরজেএসসি’র নিবন্ধক বরাবর পাঠাতে হবে।
উদ্যোক্তাগণ নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও ফি সহ নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন। আরজেএসসি’র নির্ধারিত ফরমেটে প্রতিষ্ঠানের যথাযথ মোমোরেন্ডাম/আর্টিকেল অব এসোসিয়েশন তৈরি করে আরজেএসসি’র ওয়েব সাইটে গিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন ও নিবন্ধনের জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংক এ জমা দেওয়ার মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন হবে।
নিবন্ধনের জন্যে প্রয়োজনীয় কাগজপত্র:
প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী:
পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী):
ফিঃ
প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি:
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্যঃ ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্যঃ
অনুমোদিত মূলধন (টাকা) | ফি(টাকা) | |
১. | ২০,০০,০০০ পর্যন্ত | ৩,০০০ |
২. | ২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | ৮,০০০ |
৩. | ৬,০০,০০,০০০ এর অধিক | ২০,০০০ |
নিবন্ধন ফিঃ
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা
২। অনুমোদিত শেয়ার মূলধনের জন্যঃ
অনুমোদিত মূলধন (টাকা) | ফি(টাকা) | |
১. | ২০,০০০ পর্যন্ত | ৭০০ |
২. | ২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৩৫০ |
৩. | ৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
৪. | ১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৫০ |
৫. | ৫০,০০,০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফিঃ ১০০০ টাকা
পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি:
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্যঃ ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্যঃ
অনুমোদিত মূলধন (টাকা) | ফি(টাকা) | |
১. | ২০,০০,০০০ পর্যন্ত | ৩,০০০ |
২. | ২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | ৮,০০০ |
৩. | ৬,০০,০০,০০০ এর অধিক | ২০,০০০ |
নিবন্ধন ফিঃ
১। ৮ বা ৯ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ৩২০০ বা ৩৬০০ টাকা
২। অনুমোদিত শেয়ার মূলধনের জন্যঃ
অনুমোদিত মূলধন (টাকা) | ফি(টাকা) | |
১. | ২০,০০০ পর্যন্ত | ৭০০ |
২. | ২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৩৫০ |
৩. | ৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
৪. | ১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ৫০ |
৫. | ৫০,০০,০০০ এর অধিক প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | ১০০ |
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফিঃ ১০০০ টাকা।
ফি পরিশোধের উপায়: নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে।
সেবা প্রদানের সময়সীমা: দুই ঘণ্টা।
ছাড়পত্র কার্যকর থাকে: ইস্যুর তারিখ হতে ১৮০ দিন পর্যন্ত।
ছাড়পত্র ডাউনলোডের লিংক:
http://123.49.32.37:7781/Guidlines/Download/Proforma%20application%20for%20name%20clearance.htm
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: নিবন্ধক, আরজেএসসি
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে:
রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস
টিসিবি ভবন (৭ম তলা)
১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোনঃ ৮১৮৯৪০১, ৮১৮৬৪০৩
ফ্যাক্সঃ ৮১৮৯৪০২
ইমেইলঃ rjsc@roc.gov.vd
ওয়েবসাইটঃ www.roc.gov.bd