বাংলাদেশে সব আসুস ল্যাপটপে উইন্ডোজ ১০

লেখক:
প্রকাশ: ৭ years ago

দেশের বাজারে আসুস আর মাইক্রোসফট যৌথ উদ্যোগে উইন্ডোজ ১০ চালিত ল্যাপটপ আনছে। ফেব্রুয়ারি মাস থেকে দেশের বাজারে আসুসের সব নোটবুকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ দেওয়া থাকবে। এতে উইন্ডোজের সব হালনাগাদ ও নিরাপত্তা সমস্যার সমাধান পাওয়া যাবে। উইন্ডোজ ১০-এ ব্যবহারকারী উইন্ডোজ হ্যালো ফিচার ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ ১০ তাদের তৈরি সবচেয়ে নিরাপদ উইন্ডোজ অপারেটিং সিস্টেম।

আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, আসুস নোটবুকের সঙ্গে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন রয়েছে। আসুস স্প্লেনডিড ল্যাপটপের ডিসপ্লের রং ও অভিজ্ঞতাকে পরিবর্তন করতে সাহায্য করে। সনিক মাস্টার প্রযুক্তি নোটবুকের শব্দ পরিবর্তন করে গান শোনা ও সিনেমা দেখায় নতুন অভিজ্ঞতা দেয়। আরওজি গেমিং সেন্টার ব্যবহার করে প্রফেশনাল গেমাররা তার পছন্দমতো হার্ডওয়্যার টিউন করতে পারবেন।

আসুস বাংলাদেশের কান্ট্রি-প্রধান আল-ফুয়াদ বলেন, আসুস হার্ডওয়্যার ও সফটওয়্যারের ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা দিতে মাইক্রোসফটের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের গ্রাহকেরা এখন সব আসুস নোটবুকে উইন্ডোজ ১০ পাবেন।

Facebook Comments
error: Content is protected !!