পিঠা – কাজুবাদামের হালুয়া – স্বপ্ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাদামের হালুয়া বানানোর কথা আমরা সবাই জানি। কিন্তু কাজুবাদাম আমরা সাজানোর কাজে ব্যবহার করে থাকে। কিন্তু  কাজুবাদামের হালুয়া সচারাচর কেউ কখনও বানায়না। তাই আজ সেই বাদাম দিয়ে তৈরি হালুয়ার রেসিপিটা জেনে নিন।

উপকরণ:
কাজুবাদাম এক কাপ, মাওয়া এক কাপ, ময়দা এক টেবিল চামচ, চিনি এক কাপ, এলাচ গুঁড়ো সামান্য, ঘি আধা কাপ এবং কিশমিশ এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে কাজুবাদাম হালকা ভেজে চার-পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার ভেজানো কাজুবাদামভালোভাবে ব্লেন্ড করে নিন। একটি প্যানে ঘি দিয়ে তাতে ব্লেন্ড করা কাজুবাদাম ও মাওয়া দিয়ে ভাজতে থাকুন। এখন এতে চিনি, ময়দা ও এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু কাজুবাদামের হালুয়া
Facebook Comments
error: Content is protected !!