সবজির জাব পোকা, থ্রিপ্সসহ সকল শোষক পোকা দমনে কার্যকরী।

লেখক:
প্রকাশ: ৪ years ago

ব্যবহারের সুবিধাঃ

টিডো ২০ এস এল যেহেতু একটি অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে।

  • স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়।
  • ইহা পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক। তাই স্প্রে করা পাতাডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
  • ইহা পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক। তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
  • ইহা যেহেতু একটি ট্রান্সলেমিনার গুনসম্পন্ন কীটনাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছাতে সক্ষম ফলে পাতার উল্টো পার্শ্বে অবস্থানরত পোকা সহজে মারা যায়।

প্রয়োগ পদ্ধতি:

ফসল ধান
বালাই বাদামী গাছ ফড়িং
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ২.৫ মি লি
একরে ৫০ মি লি
ফসল পর্যায় অনুযায়ী ধানের জমি তে পোকা দেখা গেলে ব্যবহার করতে হবে। বি পি এইচ এর জন্য একটি টিলারে ১-৪ টি প্রাপ্ত বয়স্ক অথবা ১০ টি ছোট পোকা দেখা যায়।
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় পানির সাথে মিশিয়ে স্প্রে করুন
অন্য কোন বিবেচনা /মন্তব্য বিকালে স্প্রে করার চেষ্টা করুন

ফসল সবজি
বালাই জাব পোকা, জ্যাসিড ও সাদা মাছি
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৫ মি লি
একরে ১০০ মি লি
ফসল পর্যায় অনুযায়ী বীজ বপনের অথবা বাড়ন্ত সময়ে জমিতে পোকা দেখা গেলে।
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় পানির সাথে মিশিয়ে স্প্রে করুন
অন্য কোন বিবেচনা /মন্তব্য বিকালে স্প্রে করার চেষ্টা করুন

ফসল চা
বালাই উই পোকা
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ২০ মি লি
একরে ৪০০ মি লি
ফসল পর্যায় অনুযায়ী জমিতে  পোকা দেখা গেলে ব্যবহার করতে হবে।
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় পানির সাথে মিশিয়ে স্প্রে করুন
অন্য কোন বিবেচনা /মন্তব্য বিকালে স্প্রে করার চেষ্টা করুন

ফসল চা
বালাই উই পোকা
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৩০ মি লি
একরে ৬০০ মি লি
ফসল পর্যায় অনুযায়ী ডিসেম্বরে ফসল কাটার পরে এবং মে জুন মাসে,যখন জমি তে পোকা দেখা যাবে, তখন স্প্রে করতে হবে।
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় পানির সাথে মিশিয়ে স্প্রে করুন
অন্য কোন বিবেচনা /মন্তব্য বিকালে স্প্রে করার চেষ্টা করুন
Facebook Comments
error: Content is protected !!