আপনাকে নিয়মিত চশমা ব্যবহার করতে হয়। এককথায় আপনি চশমা ছাড়া চলতেই পারেন না। অথচ অতি প্রয়োজনীয় চশমাটাই যদি অতিরিক্ত ময়লা পড়ে বা দাগ পড়ে নষ্ট হয়ে যায় তবে বিরক্তি কিংবা দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়া ছাড়া উপায় নেই।
তবে পর্যাপ্ত এবং যত্ন নিলে আপনার চশমার লেন্সটা স্বচ্ছ থাকবে। চশমা অব্যবহার্য হয়ে পড়ার সম্ভাবনা কমবে। চলুন চটজলদি জেনে নেয়া যাক চশমা পরিষ্কার রাখার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে।
চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে।
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।এছাড়া কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।
এছাড়া টুথপেস্ট দিয়েও পরিষ্কার করতে পারেন আপনার চশমা। আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।