বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফাস্ট চার্জার

লেখক:
প্রকাশ: ২ years ago

বিগত কয়েক বছরে ফোনের চার্জিং প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে। আগে স্মার্টফোন চার্জ করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে গেলেও এখন ফাস্ট চার্জিং প্রযুক্তির আশীর্বাদে স্মার্টফোন খুব দ্রুতই সম্পূর্ণ চার্জ করা যায়।

ফাস্ট চার্জিং প্রযুক্তিকে আরো উচ্চ মাত্রায় নিয়ে যেতে এবার আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার। এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর উদ্ভাবক চীনা ব্র্যান্ড রিয়েলমি।

 

এর আগে আরেক চীনা ব্র্যান্ড শাওমির কল্যাণে স্মার্টফোন বিশ্ব সর্বশেষ ২১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছিল। রিয়েলমি আরো একধাপ এগিয়ে এবার উদ্ভাবন করলো ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে রিয়েলমির যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো উন্মোচিত হবে সে সব ডিভাইসগুলোতে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। এ ডিভাইসগুলো ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে খুব সহজেই চার্জ দেয়া যাবে; যা খুব অল্প সময়ের মধ্যে শতভাগ চার্জের বিষয়টিকে নিশ্চিত করবে। ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোর পাওয়ার কনভারশেন রেট হবে ৯৮.৭ শতাংশ।

এছাড়া ২৪০ ওয়াটের উন্নত চার্জিং প্রযুক্তি ৮৫ ডিগ্রি উচ্চতাপমাত্রা সহ ৮৫ শতাংশ আর্দ্রতায় ফোন চার্জের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে।

শাওমির ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি দিয়ে ৪০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন শূন্য থেকে ফুল চার্জ হতে ৮ মিনিটেরও কম সময় লাগে। রিয়েলমির ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে স্মার্টফোন ফুল চার্জ হতে কত সময় লাগবে, তা এখনো খোলাসা করেনি প্রতিষ্ঠানটি।

Facebook Comments
error: Content is protected !!