বোতলজাত পানি কতোটা নিরাপদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

দোকান থেকে নামি কোম্পানির বোতলজাত পানি কিনে ভাবছেন, শতভাগ নিরাপদ পানি পান করছেন। তাহলে এখনই সাবধান হন। কারণ দোকান থেকে কেনা নামি কোম্পানির পানির বোতলেও থাকতে পারে এমন ক্ষতিকর পদার্থ, যা আপনার শরীরে গেলে বিপদ হতে পারে।

ওর্ব মিডিয়া নামে আমেরিকার একটি সংস্থার গবেষণায় জানা গেছে, এসব পানির বোতল তৈরির সময়ে তাতে বেশ কিছু দূষিত পদার্থ মিশছে। গবেষকরা ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, লেবানন, মেক্সিকো, থাইল্যান্ড ও আমেরিকার ২৫০টি বোতলের ওপর গবেষণা চালিয়েছেন। এতে দেখা গেছে, ৯৩ শতাংশ ক্ষেত্রেই এসব বোতলের পানির মধ্যে মিলেছে প্লাস্টিক। অ্যাকোয়া, অ্যাকোয়াফিনা, দাসানি, ইভিয়ান–সহ একাধিক নামি কোম্পানির পানিতে পাওয়া গেছে ওই দূষিত পদার্থ। যার মধ্যে রয়েছে প্রলিপ্রোফিলিন, নাইলন, পলিইথিলিন টেরেপথালেটের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ। এর মধ্যে পলিইথিলিন টেরেপথালেট বোতলের ছিপি তৈরিতে ব্যবহৃত হয়।

গবেষকরা মনে করছেন, মূলত বোতলের ছিপি থেকেই এসব দূষিত পদার্থ পানিতে মিশছে। আর সেটি মিশছে কারখানায় বোতলে পানি ভরার সময়। এই দূষিত পদার্থগুলো মানুষের শরীরে ঠিক কী ক্ষতি করতে পারে, তা এখনও পরিষ্কারভাবে জানতে পারেননি গবেষকরা। তবে তাদের ধারনা, এর ফলে মানবদেহে অটিজম, এডিএইচডি’র মতো রোগ বাসা বাঁধতে পারে। তাই বোতলজাত পানির বিষয়ে সাবধান হওয়া উচিত বলে মনে করছেন তারা।

Facebook Comments
error: Content is protected !!