যেসব ব্যবসায়ীর উপরে মূল্য সংযোজন কর আরোপ হয়েছে তাদের করদাতা হিসেবে সনাক্ত করার জন্য সংশ্লিষ্ট এলাকার মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয় থেকে একটি নম্বর দেওয়া হয়। এই নম্বরটি হল নিবন্ধন নম্বর, আর যে পত্রে এই নম্বর দেওয়া হয় তাকে নিবন্ধন-পত্র বলে।
সেবার পরিধি: সরকারি সেবা
মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান: অর্থ বিভাগ
মূসকের প্রচলিত হার: ১৫%
যাদের জন্য এই নিবন্ধন বাধ্যতামূলক:
যেভাবে আবেদন করবেন:
আবেদনের জন্য আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। অথবা অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ফর্মটি
ডাউনলোড করতে পারেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম, এটা কোন ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি কোন কর্পোরেট গ্রুপ হয়ে থাকলে তার নাম, প্রতিষ্ঠানটির স্থানীয় ও প্রধান অফিস এবং কারখানার ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধানের ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, কর প্রদানের সনদপত্র, টিন নম্বর, কোন ধরনের নিবন্ধন এবং আগে নিবন্ধিত হয়ে থাকলে তার নম্বর উল্লেখ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সংযোজন কর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে এই ফরম পূরণ করে আবেদন দাখিল করতে হবে। নিবন্ধিত হওয়ার পর মূসক বিভাগীয় দপ্তর থেকে মূসক নিবন্ধন-পত্র দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
নিবন্ধন ফি: কোন ফি নেই।
নিবন্ধন পত্র পাওয়া যাবে: ২৪ ঘণ্টার মধ্যে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে:
জাতীয় রাজস্ব বোর্ড
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ফোন-৮৩১৮১২০-২৬, ৮৩১৮১০১-০৮
ওয়েব: www.nbr-bd.org
লিংক: https://goo.gl/RF0WWa
ভ্যাট সংক্রান্ত যেকোনো বিষয় সম্পর্কে জানতে বিনামূল্যে কল করুন: ১৬৫৫৫
ল্যান্ড ফোন বা বিদেশ থেকে কল করুন: ০৯৬৭৮০১৬৫৫৫