ফেসবুকে জরুরি নম্বর খুঁজে পেতে ভার্চুয়াল এসিসটেন্ট এর সহায়তা নিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বর্তমানে প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকেন। কেউ মোবাইলে কেউবা ব্যক্তিগত ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন। জাতীয় হেল্প ডেস্কের ফেসবুক পেজ (National Helpdesk-999) রয়েছে। এর মাধ্যমে যেকোনো ফেসবুক ব্যবহারকারীগণ জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন।

প্রথমে আপনার ডিভাইস থেকে ফেসবুকে লগ ইন করুন। এরপর ন্যাশনাল হেল্পডেস্কের ফেসবুক পেজে যান। ম্যাসেজিং শুরু করার পূর্বে Get started এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি হেল্পডেস্কের সেবার একটি তালিকা দেখতে পাবেন; এগুলো হল অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস, কন্টেন্ট খুঁজুন। আপনার প্রয়োজনে যেকোনো একটি বাটন সিলেক্ট করুন। অ্যাম্বুলেন্স, পুলিশ এবং ফায়ার সার্ভিস এর ক্ষেত্রে ফেসবুক বট আপনার লোকেশন জানতে চাইবে। মোবাইল ফোন থেকে সহজেই লোকেশন শেয়ার করা যায় তবে ওয়েবসাইট থেকে লোকেশন বাংলায় লিখে দিতে হবে। ফেসবুক বটে সঠিক লোকেশন দিলে আপনার নিকটস্থ পুলিশ বা ফায়ার সার্ভিসের নাম্বার পেয়ে যাবেন। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৯৯৯-এ কল করতে বলা হবে। কন্টেন্ট খুঁজুন বাটনে ক্লিক করলে বট আপনাকে কন্টেন্ট খোঁজার জন্য ম্যাসেজ পাঠাবে। আপনি যে ধরনের কনটেন্ট খুঁজছেন তার কীওয়ার্ড লিখে দিলেই, ওই কীওয়ার্ডে যত কনটেন্ট রয়েছে তা আপনাকে দেখাবে এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট পেয়ে যাবেন।

Facebook Comments
error: Content is protected !!