তৈরীপোশাক ও বস্ত্রসামগ্রী রপ্তানীকারক প্রতিষ্ঠানসমূহের নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন যেভাবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

বাংলাদেশ তৈরীপোশাক ও বস্ত্রসামগ্রী রপ্তানী করে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো তৈরীপোশাক ও বস্ত্রসামগ্রী রপ্তানী বাণিজ্য নিয়ন্ত্রণ করে। পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো থেকে সেই প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধনের প্রয়োজন হয়। আবেদনের প্রেক্ষিতে এই নিবন্ধন প্রদান করা হয়।

সেবার সুবিধা:

  • পণ্য রপ্তানির জন্য নিবন্ধন পাওয়া যায়।
  • সরকারি সেবা নিশ্চিত হয়।

প্রক্রিয়া:

কেউ যদি বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো থেকে তৈরীপোশাক ও বস্ত্রসামগ্রী রপ্তানীকারক প্রতিষ্ঠানসমূহের নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চায় তাহলে তাকে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরোতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অন্যান্য চাহিত সংশ্লিষ্ট কাগজ-পত্র প্রদান করতে হবে।

সেবার ধরণ নাগরিক সেবা
মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়
অধিদপ্তর বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো
যোগ্যতা বিভিন্ন রপ্তানীকারক প্রতিষ্ঠান
প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র ও চাহিত তথ্য সংশ্লিষ্ট কাগজপত্র
প্রয়োজনীয় খরচ ৫০০০/-
সেবা প্রাপ্তির সময় ০১ (এক) বছরব্যাপী
কাজ শুরু হবে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো
আবেদনের সময় সারা বছর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিচালক)

রপ্তানী উন্নয়ন ব্যুরো, বস্ত্র বিভাগ

ফোনঃ ৮১৮০০৮৯

সেবা না পেলে কার কাছে যাবেন উপপরিচালক

ফোনঃ ৮১৮০০৯৩

ই-মেইলঃ dd-admin@epb.gov.bd

 

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: http://epb.portal.gov.bd

যোগাযোগের ঠিকানা:

টিসিবি ভবন

১, কাওরান বাজার (২য়, ৪র্থ ও ৯ম তলা)

ঢাকা-১২১৫, বাংলাদেশ

ই-মেইল: info@epb.gov.bd

Facebook Comments
error: Content is protected !!