কিভাবে ভাল বংশের মেয়ে চেনা য়ায়?

লেখক:
প্রকাশ: ২ years ago

বিয়ে করবেন 🌡️ বুঝতে পারছি 👍 তবে সাবধান বুঝে শুনে করবেন

ভালো মেয়ে থাকে নসিবে কথায় আছে” যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে”।

তাহলে শুরু করা যাক মুরুব্বিদের মত করে

১. বংশগত – বেশীরভাগ সময় মুরুব্বিরা মেয়ের সাথে সাথে তাদের বংশ ও দেখে আগে কেমন ছিলো তাদের সভাব আচার আচরণ।

২.মেয়ের মা – অনেকে মেয়ের ভালো-খারাপের দোষ দেয় তার মায়ের উপর ব্যপার টা অনেক ক্ষেত্রে মিল ও পাওয়া যায়।

৩.মেয়ের বাবার সভাব ও কিছুটা হলে ও ডিপেন্ড করে কারণ জম্মগত বা জিংগত কিছু আছে সেটা আমি নিজে ও মানি।

৪.মেয়ে কেমন অনেকটা নির্ভর করে তার বান্ধবীদের উপর ব্যপার টা 6 এবং 9 এর মত যে যেটা মনে করেন।

৫. কথা বার্তা আসলে অনেক গ্রাম এলাকায় তারা তাদের নিজের গ্রামের ভাষায় কথা বলে তার জন্য ব্যবহার খারাপ এমন টা ও নয়।

৬.হাটা-চলা বা চাল-চলন

৭.কথা-বার্তা

৮.কাজের দক্ষতা তবে ঘরের কাজ

৯.কাউকে কেমন করে ডাকে পারলে কোন রেস্টুরেন্ট এ নিয়ে গিয়ে ওয়েটার কে ডাকতে বলেন।

১০.আশে-পাশে প্রতিবেশী কার সাথে ঝগড়া বিবাধ আছে তার কাছে গিয়ে খোঁজ খবর নেয়া।

১১.মেয়ের ড্রেস – আপ।

১২.যদি সে এলাকায় বা মহল্লা তে আপনার কোন বন্ধু থাকে তাহলে তার কাছ থেকে খোঁজ নিতে পারেন।সবচেয়ে ভালো উপায়।

১৩.ধর্মীয় কাজ

আর বাঁকিটা বা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আপনি কেমন হলে মেনে নিবেন বা আপনি কেমন চান ।

Facebook Comments
error: Content is protected !!