চশমার পাওয়ার “L-0.50, R-0.75”-এর মানে কী?
এর সহজ মানে হলো কারুর চোখ খারাপ হওয়া আরম্ভ হয়েছে। তার কাছের জিনিস দেখতে কোনো অসুবিধা নেই। তার জন্য তার চশমার দরকার নেই। কিন্তু দুরের জিনিস দেখতে তার চশমা লাগবে, এবং তার বাম চোখে ঠিক ভাবে দেখার জন্য যে পাওয়ার কারেক্সান দরকার তা – ০.৫০ এবং ডান চোখের জন্য চাই -০.৭৫। এর অর্থ ডান চোখ তুলনা মুলক ভাবে বেশী খারাপ।
আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই তার একটি প্রতিবিম্ব আমাদের চোখে একটি নির্দিষ্ট স্থানে তৈরী হওয়া আবশ্যক। কিন্তু যখন আমাদের চোখ খারাপ হয় তখন এই প্রতিবিম্ব হয় নির্দিষ্ট স্থান থেকে আগেই বা সামনে তৈরী হয় আর না হলে তা নির্দিষ্ট স্থান থেকে পেছনে তৈরী হয়। তখন আমাদের চশমা পড়তে হয়। চশমার লেন্সের পাওয়ার কতটা হলে, প্রতিবিম্ব সঠিক স্থানে তৈরী হবে, তা এই পাওয়ার দিয়ে বোঝা যায়।
যেহেতু পাওয়ার (-) মাইনাস দিয়ে লেখা তার মানে দুরের জিনিস দেখতে সময় প্রতিবিম্ব সঠিক স্থানে তৈরী করতে এতটা পাওয়ার কম করতে হবে। আপনি লক্ষ করে থাকবেন, যখন দুরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন না, তখন যদি নিজের চোখ সঙ্কুচিত করে নেন, তাহলে আবার পরিষ্কার দেখতে পাচ্ছেন।
তার বিপরীত যখন কেউ কাছের জিনিস দেখতে পায় না, তখন নিজের চোখ গুলিকে বিস্তারিত/বিস্ফারিত করে। তাই তার চোখে নির্দিষ্ট স্থানে প্রতিবিম্ব তৈরী করতে পাওয়ার যোগ করতে হবে। তাই তার পাওয়ার প্লাস (+) বলে লেখা হয়।
এটি একদম অতি সরলীকরণ করে বললাম। কারুর চোখ দুই ভাবেই খারাপ হতে পারে। তখন তাকে বাই ফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স নিতে হয়। মানে চশমার লেন্সে ওপরের দিকে মাইনাস পাওয়ার থাকে, ও নীচের দিকে প্লাস পাওয়ার থাকে।
আশা করি একটি সাধারণ ধারণা করতে পারবেন।