বাংলাদেশের সকল সিম অপারেটর সম্পর্কে বিস্তারিত জেনে নিন?

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোবাইলের বিভিন্ন তথ্য ও টিপস নিয়ে আলোচনা করা হল। আবার যদি আপনার নিজের নাম্বার ভুলে যান কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাউকে ফোন করে জিজ্ঞাস করার উপায় নেই। অনেক দিন ধরে নাম্বার বন্ধ থাকতে পারে, কার্ডও রিচার্চ করার ব্যবস্থা নেই, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের নাম্বার টি ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন । এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর সম্পর্কে জানতে পারবেন।

বিভিন্ন সময় হঠাৎ করে আমাদের মোবাইল ফোনের কথা পরিস্কার শোনা যায় না , তবে সব সঠিক থাকলেও এই ঘটনা ঘটে। ফোনের কথা পরিস্কার শোনার জন্য এই কোডটি *3370# চাপুন।এর ফলে মোবাইল ফোনের ব্যাটারী কার্যক্ষ্মতা বাড়তে পারে তবে ব্যাবহারের পর #3370# চেপে এটাকে অফ করে রাখুন।নাহলে ব্যাটারীর ক্ষতি হতে পারে।

নতুন মোবাইল কেনার পর ডায়াল করুন *#০৬# ১৫ সংখা বের হবে সেটি সংরক্ষন করুন। আবার ফোনের মধ্যে ট্রাকিং চালু করে রাখুন। এটি চালু করার সময় যে কোনো কাছের ব্যক্তির নাম্বার দিন। এতে করে চোর যদি ফোনটি চুরি করে তাহলে সে যে নাম্বারেই ব্যবহার করুক না কেন? আপনার নিকট ব্যক্তির নাম্বার চলে যাবে। এতে চোরকে ধরা অতি সহজ হবে। আর ১৫ সংখার নাম্বারটি ফোনের মালিক নির্ধারন করবে।

বন্ধুরা জেনে নেই কিভাবে ভূলে যাওযা আপনার নিজের ফোন নম্বরটি বের করবেন, কিভাবে ব্যালেন্স চেক করবেন।


♦ গ্রামীনফোন গ্রাহকের জন্য

নিজের নাম্বার জানতে *2#
ব্যালেন্স জানতে *566#
ইন্টারনেট মেগাবাইট জানতে *566*10#
রিচার্জ করতে *555* গোপন নাম্বার #
বিভিন্ন তথ্য জানতে *111#

ইন্টারনেট প্যাকেজ জানতে *111*6#
কাস্টমার কেয়ার : 121 এ ফোন দিয়ে 1 চাপুন করে 0
অন্য অপারেটর থেকে গ্রামীন ফোন কাস্টমার ম্যানাজার -01711594594


 ♦ বাংলালিংক গ্রাহকের জন্য

নিজের নাম্বার জানতে *511#,*666#
ব্যালেন্স জানতে *124#
ইন্টারনেট মেগাবাইট জানতে *124*50#
কার্ড রিচার্জ করতে *123* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : 121 অথবা 212
যে কোনো অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার ম্যানাজার- 01911304121


 ♦ এয়ারটেল গ্রাহকের জন্য

নিজের নাম্বার জানতে *121*6*3#
ব্যালেন্স জানতে *778#
রিচার্জ করতে *787* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : 786
অন্য অপারেটর থেকে এয়ারটেল কাস্টমার ম্যানাজার 01678600786

 


 ♦ রবি গ্রাহকের জন্য

নিজের নাম্বার জানতে *140*2*4#
ব্যালেন্স জানতে *222#
কার্ড রিচার্জ করতে *111* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার ম্যানাজার : 123 এ ডায়াল করে 1 চাপুন 0
যেকোনো অপারেটর থেকে রবি কাস্টমার ম্যানাজার 01819400400


♦ টেলিটক গ্রাহকের জন্য

নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন 222 নাম্বারে
ব্যালেন্স জানতে *152#
কার্ড রিচার্জ করতে *151* গোপন নাম্বার #
কাস্টমার ম্যানাজার : 121
যেকোনো অপারেটর থেকে টেলিটক কাস্টমার ম্যানাজার 01550157750 থেকে 60

 


♦সিটিসেল গ্রাহকের জন্য

নিজের মোবাইল নাম্বার জানতে সব বিষয়ে সাহায্যের জন্য Help লিখে পাঠিয়ে দিন 2255 নাম্বারে, কাস্টমার ম্যানেজার আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে কার্ড রিচার্চ করেও আনার নাম্বার জানতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে।

ব্যালেন্স দেখতে *887 ডায়াল
ব্যালেন্স শুনতে *811 ডায়াল
কার্ড রিচার্জ করতে *888 ডায়াল
কাস্টমার ম্যানাজার : 121
অন্য অপারেটর থেকে সিটিসেল কাস্টমার ম্যানাজার কল করুন 01199121121

Facebook Comments
error: Content is protected !!